আপনি জানেন কি ? বিবাহ অনুষ্ঠানের স্থান যেখানে, সেখানের স্থানীয় কাজীর দ্বারা বিবাহ রেজিষ্ট্রেশন করা আইনগত বৈধ। অন্যথায় হয়রানীর স্বীকার হতে হয়।
আপনার আপনজনের বিবাহের কাবিন নামার ১নং কলামেই যে স্থানে বিবাহ সম্পাদন হইল সেই স্থানের নাম ঠিকানা লিখতে হয়।
যে কাজী সাহেব আপনার আপনজনের বিবাহ / তালাক রেজিষ্ট্রেশন করেছে তাহার নাম, ঠিকানা ও অফিস পরিচয় জানা প্রয়োজন।
আপনার আপনজনদের বিবাহ রেজিষ্ট্রেশন যে কাজী সাহেব করেছেন, তিনি যদি অন্য এলাকার হন, তাহলে আপনার আপনজনের বিবাহের কাবিন নামায়/নিকাহ নামায় বিবাহের স্থান আপনার বাসা/ রেস্টুরেন্টের নাম লিখতে পারবেন না ।
নির্ধারিত এলাকার কাজী সাহেব না হলে জরুরী/আইনগত প্রয়োজনে আপনার আপনজনের কাবিন নামার জন্য হয়রানী হতে হয় এমনকি কাবিননামা/নিকাহনামা খোঁজে পাওয়া যায় না ।
স্বামী/স্ত্রী পরিচয়ে বিদেশ গমনেও কাবিন নামা প্রয়োজন হয় এবং এম্বাসী কর্তৃক কাবিন নামা যাচাই করা হয় ।
আপনার আপনজনের বিবাহ রেজিষ্ট্রেশনের জন্য পাসপোর্ট/ এন.আই.ডি/ এস.এস.সি/জেএসসি সনদ/ জন্ম সনদ এর ফটোকপি বাধ্যতামূলক।
সে কাজী সাহেব আপনার আপনজনের বিবাহ রেজিষ্ট্রেশন করেছেন বয়স প্রমানের কাগজ অনুযায়ী বর কনের নাম ঠিকানা ও জন্ম তারিখ ও অন্যান্য তথ্যাবলী সঠিক ভাবে লিখেছেন কি না।
বিবাহ রেজিষ্ট্রেশন বৈবাহিক জীবনের একটি গুরুত্বপূর্ন দলিল যা সঠিক ভাবে সংরক্ষণ থাকিলে মানুষের জীবনের গুরুত্বপূর্ন সময়ে দেশ/বিদেশে গমনে প্রয়োজন হতে পারে। পিতামাতার কাবিন নামাও ছেলে মেয়েদের বিভিন্ন কাজে প্রয়োজন হয়।
আপনার আপনজনের বিবাহের সময় বরের বয়স ২১ বৎসর এবং কনের বয়স ১৮ এর নীচে বয়সের বিবাহ পড়াইলে/ রেজিষ্ট্রেশন করলে আপনি বাল্য বিবাহের দায়ে অভিযুক্ত হতে পারেন।
অতএব উত্তরাবাসীর / দেশ বাসীর প্রতি আকুল আবেদন বহিরাগত/অন্য এলাকার কাজী সাহেব দ্বারা বিবাহ রেজিষ্ট্রেশন না করার জন্য এবং নির্ধারিত যার যার এলাকার কাজী সাহেব দ্বারা বিবাহ রেজিষ্ট্রেশন করে আপনার আপজনের কাবিননামা নিশ্চিত করুন।
বিবাহ রেজিষ্ট্রেশন ফি প্রতি লাখে -১২৫০/- টাকা, চার লাখের অধিক হইলে প্রতি লাখে মাত্র ১০০/- টাকা পরিশোধ যোগ্য।বি: দ্র: দেশের জনগনের স্বার্থে।